প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি খাগড়াছড়ি পার্বত্য জেলার সুনামধন্য দীঘিনালা উপজেলার অন্তর্গত উদাল বাগান নামক গ্রামে সরকারী রাস্তার পার্শ্বে উদাল বাগান উচ্চ বিদ্যালয়টি অবস্থিত ।
প্রায় দুই যুগের ও অধিক সময় ধরে পাহারের বুকে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে এই প্রতিষ্ঠান । চিন্তা, চেতনা,মেধা মননে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দীপ্ত প্রত্যয় অব্যাহত রাখতে সচেষ্ঠ এ প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল পথ চলা ।
Read More
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলাধীন উদাল বাগান নামক ঐতিহ্যবাহী গ্রামে উদাল বাগান উচ্চ বিদ্যালয়টি দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে এতদঞ্চলে মাধ্যমিকস্তরে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে । পাঠ্যপুস্তকের পাশাপাশি সহপাঠ ক্রমিক কার্যাবলী ও অত্যন্ত সুনিপুন ভাবে পরিচালিত হয় । কাজেই আমাদের বর্তমান প্রজন্মকে যথার্থ জ্ঞান ও সুষ্ঠ বিনোদন প্রদানসহ মানবিক গুণাবলী বিকাশে এ প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য ।
পরিশেষে এ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা ।...more
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি খাগড়াছড়ি পার্বত্য জেলার সুনামধন্য দীঘিনালা উপজেলার অন্তর্গত উদাল বাগান নামক গ্রামে সরকারী রাস্তার পার্শ্বে উদাল বাগান উচ্চ বিদ্যালয়টি অবস্থিত । প্রায় দুই যুগের ও অধিক সময় ধরে পাহাড়ের বুকে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে এই প্রতিষ্ঠান । চিন্তা, চেতনা, মেধা মননে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দীপ্ত প্রত্যয় অব্যাহত রাখতে সচেষ্ঠ এ প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল পথ চলা । শিক্ষার্থীর সুমহান আদর্শকে সামনে রেখে পথচলা যাতে আরও গতিশীল করে গড়ার লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডে উজ্জীবিত করতে অঙ্গীকারবদ্ধ ।
পরিশেষে বিদ্যালয়ের সার্বিক মঙ্গল ও শ্রীবৃদ্ধি কামনা করি ।
...moreStudents
Classes
Attendance
Teachers & Staff